রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকায় একটি বাড়ির মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ওই গ্রেনেড তিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম।
তিনি বলেন, নগরীর আশরতপুর চকবাজার এলাকায় তোফায়েলের বাড়িতে নির্মাণ কাজের জন্য গর্ত খোঁড়ার সময় গ্রেনেড ৩টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড তিনটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো সম্ভবত যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে রেখে যাওয়া।
রেনেড গুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তারপরও এগুলোকে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।