মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মফিজ (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর জয়পুর ইউপির প্রাণ ভগতিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার নুরুল আমিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিপন বড়–য়া, এসআই কামরুল ও আবু সাঈদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স প্রাণ ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মফিজকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ আরো দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি মফিজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।