স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রীবহন ও গাড়ির প্রয়োজনীয় কাজগপত্র না থাকায় দ্রুতগামী যাত্রীবাহী গড়াই ও রুপসা পরিবহনে ২টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় জরিমানা করা হয়েছে ৩ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে উপজেলার বেজপাড়া নামকস্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, কুষ্টিয়া-খুলনা রুটে রুপসা ও গড়াই পরিবহনের যাত্রীবাহি বাসগুলো মহাসড়ক দিয়ে বেপোরোয়া গতিতে চলাচল করে। এর ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার উপজেলার বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুপসা ( খুলনা মেট্রো-ব-১১-০০৯৫) ও গড়াই পরিবহনের( ঢাকা মেট্রো-ব-১১-১৬০২) বিরুদ্ধে ২টি মামলা করা হয়। এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়।