হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটককৃত ১৮৬ কোটি ১২ লক্ষ ৩৮ হাজার টাকার মাদকদ্রব্য ধবংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।
গতকাল ১০ এপ্রিল সোমবার বেলা ১১ টার দিকে টেকনাফ ২ বিজিবি সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে বিজিবির চট্রগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
উক্ত অনুষ্টানে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিজিবির চট্রগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুদ, পিএসপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাইন উদ্দিন খাঁন, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুদ বলেন, মাদক পাচারকারীরা দেশ ও জাতির শক্র। তাদেরকে প্রতিহত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটি পরিবারকে মাদক মুক্ত রাখতে এলাকায় এলাকায় জনসচেনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা খুবেই জরুরী। আপনার সস্তান মাদকাসক্ত হওয়ার আগেই মাদক গ্রহন ও বিক্রি রোধ করতে হবে। তা না হলে একদিন আপনার সন্তানও মাদকআসক্ত হয়ে পড়বে। মাদক পাচার ও মাদক সেবনরোধে বিজিবি জওয়ানদের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বিজিবির মূল দায়িত্ব হল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি সীমান্তে মাদকদ্রব্য, চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা। বিগত ৬ মাসের ব্যবধানে শত শত কোটি কোটি টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। গত ১৪ অক্টোবর-১৬ থেকে ৫ এপ্রিল-১৭ পর্যন্ত বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলার সীমান্তের বিভিন্ন পয়েন্ট ও চেকপোষ্টে অভিযান চালিয়ে মালিক বিহীন বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মধ্যে ৬১ লক্ষ ৪৪ হাজার ১২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ হাজার ৪৭৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার, ১১৪৬ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৫ বোতল ফেন্সিডিল, ৬৪ কেজি গাঁজা, ১ হাজার ৩১৯ লিটার চোলাই মদ ও ৫৩ হাজার ৪৮০ প্যাকেট মিয়ানমার বিভিন্ন প্রকার সিগারেট রয়েছে। এসব মাদকদ্রব্য ও সিগারেটের আনুমানিক মুল্য ১৮৬ কোটি ১২ লক্ষ ৩৮ হাজার ৫০ টাকা।