নিউজ ডেস্ক:
ভ্যাটের আওতা আরো বাড়ানো হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে।
রোববার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেরা ভ্যাটদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।
আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে ৮০ লাখ প্রতিষ্ঠান ব্যবসা করে। অথচ ভ্যাট দেয় মাত্র ৫০ হাজার প্রতিষ্ঠান। এটা চলতে পারে না। ২০২১ সালের মধ্যে পাঁচ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে।
অর্থমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৬০ শতাংশ মানুষই ভালো আছে। অথচ ভ্যাট দেয় মাত্র ৫০ হাজার প্রতিষ্ঠান। এটা লজ্জার। এ সময় অর্থমন্ত্রী ২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটর আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন এনবিআরকে।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ৯টি এবং জেলা পর্যায়ে ১২৪টি প্রতিষ্ঠানকে ভ্যাট দেওয়ার জন্য সম্মাননা প্রদান করা হয়।


























































