ফরহাদ হোসাইন কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট কয়রা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কয়রার ৬নং কয়রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেলিম হাওলাদার (৩৮) নামে এক হরিণ শিকারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট কয়রার এক কর্মকর্তা বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সুন্দরবনের আশপাশ এলাকায় হরিণ শিকার বন্ধে নৌবাহিনী ও প্রশাসনের এমন তৎপরতা প্রশংসনীয় উদ্যোগ।