শিরোনাম :
Logo বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার Logo চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত Logo শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া মাচাদো Logo রাতের আঁধারে হরিণ শিকার, নৌবাহিনীর জালে ধরা পড়লো সেলিম হাওলাদার Logo এবারের শিক্ষক নিয়োগে অতীতের সব বদনাম ঘুচাবে: ইবি উপাচার্য Logo জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খুবির নিরাপত্তা কর্মী, প্রয়োজন আর্থিক সহযোগিতা Logo আমার কোন ওয়ারিস নাই বললেন, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য। Logo কলারোয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ Logo তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা Logo সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ আগামী শনিবার

কলারোয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৬:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কলারোয়ার যুগীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম (রবি) ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিককে জোরপূর্বক তুলে নিয়ে দুই ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত শফিক এবং তার পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে যুগীখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শফিকুল ইসলাম শফিকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রবি ও তার আনুষঙ্গিকরা শফিককে জোরপূর্বক তুলে নিয়ে যান এবং জিআই পাইপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই ঘণ্টা ধরে পিটিয়ে গুরুতর আহত করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পা ভেঙে গেছে।

ভুক্তভোগীর স্ত্রী পাপিয়া খাতুন বলেন,
আমার স্বামী দোকানে বসে ছিলেন। হঠাৎ সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ৪০-৪৫ জন সহযোগী নিয়ে এসে আমার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে ফেলে। আমি এই সন্ত্রাসীদের দ্রুত শাস্তি দাবি করছি।

আহত শফিকুল ইসলাম শফিক বলেন,
আমি একজন সাধারণ মানুষ এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। আগেও রবি আমার কাছ থেকে দুই দফায় মোটা অংকের চাঁদা নিয়েছেন। এবারও আমি অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ও তার লোকজন আমাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেন। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়,রবির বিরুদ্ধে বহুদিন ধরেই চাঁদাবাজি, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করার সাহস পাননি।

অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো যোগাযোগ সম্ভব হয়নি ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আহত নেতার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রবিউল ইসলাম রবি, এতটাই প্রভাবশালী যে, তার বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছি না পরিবার টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার

কলারোয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট সময় : ০৬:১৬:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

কলারোয়ার যুগীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম (রবি) ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিককে জোরপূর্বক তুলে নিয়ে দুই ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত শফিক এবং তার পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে যুগীখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শফিকুল ইসলাম শফিকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রবি ও তার আনুষঙ্গিকরা শফিককে জোরপূর্বক তুলে নিয়ে যান এবং জিআই পাইপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই ঘণ্টা ধরে পিটিয়ে গুরুতর আহত করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পা ভেঙে গেছে।

ভুক্তভোগীর স্ত্রী পাপিয়া খাতুন বলেন,
আমার স্বামী দোকানে বসে ছিলেন। হঠাৎ সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ৪০-৪৫ জন সহযোগী নিয়ে এসে আমার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে ফেলে। আমি এই সন্ত্রাসীদের দ্রুত শাস্তি দাবি করছি।

আহত শফিকুল ইসলাম শফিক বলেন,
আমি একজন সাধারণ মানুষ এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। আগেও রবি আমার কাছ থেকে দুই দফায় মোটা অংকের চাঁদা নিয়েছেন। এবারও আমি অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ও তার লোকজন আমাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেন। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়,রবির বিরুদ্ধে বহুদিন ধরেই চাঁদাবাজি, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করার সাহস পাননি।

অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো যোগাযোগ সম্ভব হয়নি ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আহত নেতার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রবিউল ইসলাম রবি, এতটাই প্রভাবশালী যে, তার বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছি না পরিবার টি।