সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্যাতনের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন— উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী দলের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফকে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা।
নির্যাতনের এক পর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ফেসবুক পেজ “তাড়াশ অপরাধ নামা”-তে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফের লিখিত অভিযোগের পর তদন্ত শেষে আমরা মামলা গ্রহণ করেছি। মামলার নম্বর ০২/২৫ (তাড়াশ)। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।