সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এ ধরনের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চালক-যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সড়কের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ হামলায় গাড়ির চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল প্রাইভেটকারটির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায় ও লুটপাট করে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা ও দেশীয় অস্ত্র।ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। কড্ডার মোড়ে পৌঁছালে দেখেন ডাকাতরা গাড়ির যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। ডাকাতরা সর্বস্ব লুটে নিয়ে দ্রুত সড়কের পাশের ধানক্ষেতে নেমে অন্ধকারে পালিয়ে যায়।
এ সময় অন্য একটি গাড়ির যাত্রীরা পুরো ঘটনাটি ভিডিও করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আহতদের মধ্যে একজন বৃদ্ধ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।
ঘটনা প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বিষয়টি তাদের জানা হলেও ঘটনাস্থল যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অন্তর্ভুক্ত।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।























































