চাঁদপুর জেলায় কর্মরত ও জন্মসূত্রে চাঁদপুরের বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত ব্যাংকাস ক্লাব চাঁদপুরের প্রথম বর্ষপতি উদযাপন হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর শহরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সোনালী ব্যাংক পি এলসি শাখা ভবনের তৃতীয় তলায় ব্যাংকার্স ক্লাবের নতুন কার্যালয়ে সকল ক্লাব সদস্যদের নিয়ে কেক কেটে প্রথম বর্ষপতি উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক তপন চন্দ্র সরকার, চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক এইচ এম আমিনুল ইসলাম, সদস্য সচিব কাজী কাউছার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব গোলাম গাউস রাসেল, সদস্য ইউসুফ আলী খান, জাওহার আহমেদ, সাইফুল ইসলাম, ইমাম হোসেন, ইলিয়াস প্রধান, ফখরুল ইসলাম, মমিনুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।