আরফান আলী, শেরপুর:
শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে রায়হান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার এক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৬টার দিকে ঘুম থেকে উঠে রায়হান বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হয় সে। এতে রায়হান গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
পরে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে আবারও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রায়হানের।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























































