দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক।
১০ আগস্ট রবিবার সকাল দশটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে আসেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক।
এ সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন। জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে সম্মেলন কক্ষে মতবিনিময় করেন এবং পরিদর্শন বহিতে তিনি স্বাক্ষর করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা’র সিএসপিবি প্রকল্প এর সহকারী প্রকল্প পরিচালক সিরাজুম মুনির আফতাবী, সিএসপিবি প্রকল্পের এডমিন ম্যানেজার মোঃ রাছেল উদ্দিন, দিনাজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, সিইও সৈয়দ মেজবাহ আলম, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুদা রঞ্জন রায়, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীম, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার প্রমুখ।
এর আগে জিয়া হার্ট ফাউন্ডেশনে পৌছলে সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।