মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের নয়াকান্দি ও গুগড়ার বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে সাচার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জব্দকৃত রিং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা এবং সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় সহকারী মৎস্য কর্মকর্তা বলেন,মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা ও প্রজনন ক্ষতিগ্রস্ত করার যেকোনো সরঞ্জাম ধ্বংস করা হবে।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষা পাবে। স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় এবং মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।