শিরোনাম :
Logo উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক Logo ইবিতে হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Logo সিরাজগঞ্জের শিশু নামাজ পড়তে গিয়ে নিখোঁজ Logo সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ Logo আলোকিত পথপ্রদর্শক: পীরে কামেল শাহসূফি সৈয়দ আবুল ওলা (রহ.) Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন Logo প্রেমের ফাঁদে ফেলে ভিডিও করে সিরাজগঞ্জের শিপলুর চাঁদাবাজি Logo চাঁদপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসানের যোগদান Logo কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক Logo তারেক রহমানের নেতৃত্বে ইনসাফভিত্তিক মানবতাবাদী বাংলাদেশ গঠনের অঙ্গীকারঃ মোশাররফ হোসেন মিয়াজী

ইবিতে হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রীমদ্ভাগবত গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের দাবি জানান তারা।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পূজা উদযাপন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর দপ্তরে একটি লিখিত অভিযোগও জমা দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘অসম্প্রদায়িক বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, ধর্ম অবমাননাকারী বহিষ্কার’, ‘সবার আমার পরিচয়, আমি বাংলাদেশি’ নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

লিখিত অভিযোগে বলা হয়, ৫ আগস্ট রাতে ‘ইবিয়ান পরিবার’ নামক ফেসবুক গ্রুপে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন ইসলাম পবিত্র গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।

ওই পোস্টে মুহাইমিন লিখেছেন, “পবিত্র কুরআনের সঙ্গে গীতাপাঠের দাবি চূড়ান্ত অযৌক্তিক। গীতা কোনো সনাদযুক্ত গ্রন্থ নয় বরং এটি একটি গুহ্য ধর্মগ্রন্থ, যা যত্রতত্র প্রচার করা যায় না। এটি সার্বজনীন নয় বরং নির্দিষ্ট ব্যক্তিদের জন্য।”

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, “এই পোস্ট সংবিধানবিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আজই এ বিষয়ে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

ইবিতে হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ৬ আগস্ট ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রীমদ্ভাগবত গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের দাবি জানান তারা।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পূজা উদযাপন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর দপ্তরে একটি লিখিত অভিযোগও জমা দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘অসম্প্রদায়িক বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, ধর্ম অবমাননাকারী বহিষ্কার’, ‘সবার আমার পরিচয়, আমি বাংলাদেশি’ নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

লিখিত অভিযোগে বলা হয়, ৫ আগস্ট রাতে ‘ইবিয়ান পরিবার’ নামক ফেসবুক গ্রুপে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন ইসলাম পবিত্র গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।

ওই পোস্টে মুহাইমিন লিখেছেন, “পবিত্র কুরআনের সঙ্গে গীতাপাঠের দাবি চূড়ান্ত অযৌক্তিক। গীতা কোনো সনাদযুক্ত গ্রন্থ নয় বরং এটি একটি গুহ্য ধর্মগ্রন্থ, যা যত্রতত্র প্রচার করা যায় না। এটি সার্বজনীন নয় বরং নির্দিষ্ট ব্যক্তিদের জন্য।”

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, “এই পোস্ট সংবিধানবিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আজই এ বিষয়ে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”