নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের শাহ আলম শেখের পুত্র রাফি শেখ (১১) নিখোঁজ হয়েছে। এবিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার বাবা।
জানা যায়, কর্মের তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর হাজী বাড়ী মসজিদের পাশের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন শাহ্ আলম শেখ।
গত ২৯ জুলাই ২০২৫ তারিখে দুপুর দেড়টার দিকে নামাজ পড়ার জন্য হাজী বাড়ী মসজিদে যায়। নামাজ শেষে আর বাড়ী ফিরেনি।
পরে সকল আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের বাড়ি বাড়ি খোঁজাখুঁজি করেও কোথাও খোঁজাখুঁজি করে না পাওয়ায় আশুলিয়া থানায় গিয়ে নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১০৪।
নিখোঁজ রাফি শেখের উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং নিখোঁজের সময় তার পরনে সাদা গেঞ্জি ও নীল প্যান্ট ছিল। ডান গালে একটি তিল রয়েছে বলে জানান তার বাবা।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, নিখোঁজ শিশুর সন্ধান পেতে আমরা কাজ করছি। আশা করছি খুব দ্রুতই সন্ধান পেয়ে যাবো।

























































