শিরোনাম :
Logo জুলাই বিপ্লবের স্মৃতিতে ইবিতে সংগ্রহশালা উদ্বোধন Logo ৫ ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কয়রা থানা বিএনপি’র বিজয় মিছিল Logo জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন Logo গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী কর্মসূচি পালন নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের ঠাঁই হবে না : হাফেজ মাওলানা মাকসুদুর রহমান Logo জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ Logo লস্কর সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে তরুণ ও মেধাবী অভিনেতা জাহাঙ্গীর রাজু Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল Logo তালাকের ক্ষোভে জামাতার বিরুদ্ধে শাশুড়ির ধর্ষণ মামলা Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫: কচুয়ায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া Logo ইবিতে জুলাই অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে শহীদদের স্মরণে ৩১ জন শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:- ৫ জুলাইয়ের এই দিনটি ‘৩৬ জুলাই’ নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক বছর আগের এই সময়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের।

আজ আমরা তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই শহীদদের রক্ত কেবল অতীত স্মৃতি নয়, বরং আমাদের ভবিষ্যতের পথচলায় অঙ্গীকার। আমরা যেন তাদের রক্তের চেতনা হারিয়ে না ফেলি, সেই চেতনায়ই আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে মোট ৩১ জন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছে। পুরো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করছি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।তিনি বলেন, আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের স্মৃতিতে ইবিতে সংগ্রহশালা উদ্বোধন

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আপডেট সময় : ০৬:৪৩:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

চাঁদপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে শহীদদের স্মরণে ৩১ জন শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:- ৫ জুলাইয়ের এই দিনটি ‘৩৬ জুলাই’ নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক বছর আগের এই সময়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের।

আজ আমরা তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই শহীদদের রক্ত কেবল অতীত স্মৃতি নয়, বরং আমাদের ভবিষ্যতের পথচলায় অঙ্গীকার। আমরা যেন তাদের রক্তের চেতনা হারিয়ে না ফেলি, সেই চেতনায়ই আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে মোট ৩১ জন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছে। পুরো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করছি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।তিনি বলেন, আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।