পঞ্চগড়ের বোদা উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এতে উপজেলা ও ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা জামায়াতে ইসলামের আমির জাহিদুর রহমান, সেক্রেটারি তসলিম উদ্দিন, পঞ্চগড় ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সূফিউল্লাহ সূফী, সাবেক জামায়াত নেতা মোজাহার ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি হয়েছে। কিন্তু এখনো অভ্যুত্থানে শহীদদের কোন ঘটনার দৃশ্যমান বিচার হয়নি। অবিলম্বে এই অর্ন্তবর্তী সরকারকে বিচার কাজ শেষ করতে হবে। তা না হলে আবারো ফ্যাসিবাদ এই বাংলার জমিনে কায়েম হতে পারে।