আজ ৫ আগস্ট ২০২৫, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে কচুয়া উপজেলার জুলাই গণহত্যার শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী শহীদদের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,
> “এই শহীদদের আত্মত্যাগ ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। তাদের রক্তধারার ঋণ কোনোদিন শোধ হবার নয়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে, ধারণ করতে হবে।” এসময় তিনি নিহত শহীদদের পরিবারদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম এবং শহীদদের পরিবারের সদস্যগণ।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।