আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা শহরের কলোনীপাড়ার বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিমের ছেলে রাতুল (২২) আটক করেছে সেনাবাহিনীর একটি দল।
আর্মি ক্যাম্প থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরের কলোনীপাড়ায় চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফির নেতৃতের একটি দল অভিযান পরিচালনা করেন।
এ সময় দুই চাঁদাবাজ মঞ্জু হোসেন এবং রাতুলকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৫টি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দেশীয় অস্ত্র, চাঁদাবাজির প্রয়োজনীয় তথ্যসহ সকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।