শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,
“বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তরের পর ঝরে পড়ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
সমাবেশটি পরিচালনা করেন সহকারী শিক্ষক জহুরুল ইসলাম। তিনি বলেন,”বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পাঠ গ্রহণে মনোযোগ এবং অভিভাবকদের নিয়মিত খোঁজখবরই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রধান চাবিকাঠি। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী যেন তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা. মফিজুর রহমান, মনির হোসেন মজুমদার, সিনিয়র শিক্ষক নাসির আহমেদ গাজী এবং শিক্ষক মোঃ ছাইফুল্লাহ। তাঁরা সকলেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরাও বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা শিক্ষকদের পাশে থেকে নিজেদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি দেন। এই ধরনের অভিভাবক সমাবেশ শুধু বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে নয়, শিক্ষার্থী ও সমাজের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।