খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ানে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারণের দাবিতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
২৮ জুলাই (সোমবার)সকাল ১০ টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন অভিভাবক ও সমাজসেবক আব্দুর রহমান ঢালী, অসসরপ্রাপাত সেনা সদস্য শেখ আব্দুল আহাদ, হোসেন আলী সানা, আজগর আলী সানা,মোক্তার আলী ঢালী, আনিছুর রহমান সানা,আমান গাজী,মনিরুল গাজী,সদর উদ্দিন,আব্দুল ওহাব ঢালী,এলাই সরদার,ডাবলু শেখ, খোকন ঢালী,শাহিনুর সরদার,সাহেবালী ঢালী, গোলাম রব্বানী সরদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্টের দোসর ২ নং বাগালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দুর্নীতিবাজ,নারী কেলেস্কারী ও অর্থিক দুর্নীতির সাথে জড়িত সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বিদ্যালয় থেকে অপসারণের দাবী জানান।