রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিতও দিয়েছে অধিদপ্তর।
শুধু রাজধানী নয়, দেশের কিছু অংশে বৃষ্টি হতে পারে দমকা হাওয়ার সঙ্গেও। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।