বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :আদালতের রায়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ৫ নং ওয়ার্ড নুনিয়া গাড়ি মৌজায় অবৈধ দখলদারের কবল থেকে আদালতের নির্দেশনায় দীর্ঘ পনের বছর মামলার কার্যক্রমের পর জমি দখলি কার্যক্রম ওয়ারিশের প্রায় ৭ শতাংশ পরিমাণ জমি উদ্ধার করা হয়েছে।
৯ জুলাই বুধবার সকাল থেকে দিনভর,ঢাকঢোল পিটিয়ে লাল শালু নিশান উড়িয়ে মামলার রায়প্রাপ্ত বাদীপক্ষের অনুকূলে বুঝিয়ে দেয়া হয়। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ,সিনিয়র সহকারী জজ আদালত গাইবান্ধা উপর্যুক্ত স্মারক মূল্যপ্রাপ্ত পত্রের প্রেক্ষিতে অন্য ডিগ্রিধারী ৮৪/ ২০১১ নং মামলার দখলী পরোয়ানা জারির কার্যক্রম সহায়তা সম্পাদনের জন্য নাজিরের সাথে যোগাযোগের মাধ্যমে একজন এস আই তিনজন পুরুষ কনস্টেবল দুইজন নারী কনস্টেবল সহ একজন ম্যাজিস্ট্রেটের এর উপস্থিতিতে দখলি কার্যসম্পাদন করেন। ওই জমিতে থাকা একটি সেমি পাকা ঘর সহ বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ মোতাবেক সংশ্লিষ্ট টীমবহর বিরতিহীন ভাঙচুর কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন
করেন। এসময়,বাদী-বিবাদী ছাড়াও স্থানীয় উৎসুক জনতা বিষয়টি গুরুত্বের সাথে অবলোকন করে।