মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত 

ইরাকের তিন সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন হামলা

ইরাকের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আল-জাজিরার খবর অনুযায়ী, এই হামলাগুলো অজ্ঞাত ড্রোনের মাধ্যমে হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কুর্দিস্তান ২৪ চ্যানেলের সংবাদদাতা জানিয়েছেন, বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত।

এছাড়াও, বাগদাদভিত্তিক আল-সুমাইরা টিভি নেটওয়ার্কের খবর অনুযায়ী, ইরাকের নাসিরিয়াহ প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমাম আলি সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫

ইরাকের তিন সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন হামলা

আপডেট সময় : ১১:০৮:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরাকের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আল-জাজিরার খবর অনুযায়ী, এই হামলাগুলো অজ্ঞাত ড্রোনের মাধ্যমে হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কুর্দিস্তান ২৪ চ্যানেলের সংবাদদাতা জানিয়েছেন, বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত।

এছাড়াও, বাগদাদভিত্তিক আল-সুমাইরা টিভি নেটওয়ার্কের খবর অনুযায়ী, ইরাকের নাসিরিয়াহ প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমাম আলি সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।