শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে’, গোপন অস্ত্র ব্যবহারের পর ইরান

ইরান জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি নতুন প্রজন্মের ‘অদৃশ্য’ বা রাডারে অনধিগম্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক জানান, ‘আজকের হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো ট্র্যাক করা কিংবা প্রতিরোধ করা যায় না।’

তিনি এই হামলাকে ‘শত্রুর জন্য এক বিস্ময়’ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন, ‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে।’

তালায়ি-নিক বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘হেভি ডিফেন্স লেয়ার’ বা ঘনবেষ্টিত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো।

তিনি বলেন, ‘যে গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো এতদিন নিজেদের অঞ্চলের সর্বাধিক উন্নত বলে প্রচার করত, আজ তার একটি গুরুত্বপূর্ণ অংশ সরাসরি হামলার শিকার হয়েছে।’

ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের গোয়েন্দা দক্ষতার বড়াই করে এসেছে, কিন্তু এই হামলা তা ভেঙে দিয়েছে বলে দাবি করেন ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র।

তালায়ি-নিক আরও বলেন, ‘৭৫ বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সামরিক ও কৌশলগত দিক বিবেচনায় স্পষ্ট যে, জায়নিস্ট শাসন দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত নয়।’

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী আগেই সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মজুত করেছে। ‘আমাদের বহু উন্নত ব্যবস্থা এখনো পর্যন্ত ব্যবহারই করা হয়নি,’ যোগ করেন তিনি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে’, গোপন অস্ত্র ব্যবহারের পর ইরান

আপডেট সময় : ১২:৫২:২১ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫

ইরান জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি নতুন প্রজন্মের ‘অদৃশ্য’ বা রাডারে অনধিগম্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক জানান, ‘আজকের হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো ট্র্যাক করা কিংবা প্রতিরোধ করা যায় না।’

তিনি এই হামলাকে ‘শত্রুর জন্য এক বিস্ময়’ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন, ‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে।’

তালায়ি-নিক বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘হেভি ডিফেন্স লেয়ার’ বা ঘনবেষ্টিত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো।

তিনি বলেন, ‘যে গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো এতদিন নিজেদের অঞ্চলের সর্বাধিক উন্নত বলে প্রচার করত, আজ তার একটি গুরুত্বপূর্ণ অংশ সরাসরি হামলার শিকার হয়েছে।’

ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের গোয়েন্দা দক্ষতার বড়াই করে এসেছে, কিন্তু এই হামলা তা ভেঙে দিয়েছে বলে দাবি করেন ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র।

তালায়ি-নিক আরও বলেন, ‘৭৫ বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সামরিক ও কৌশলগত দিক বিবেচনায় স্পষ্ট যে, জায়নিস্ট শাসন দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত নয়।’

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী আগেই সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মজুত করেছে। ‘আমাদের বহু উন্নত ব্যবস্থা এখনো পর্যন্ত ব্যবহারই করা হয়নি,’ যোগ করেন তিনি।