শিরোনাম :
Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo মায়ের হাতেই সন্তানের সুশিক্ষার ভিত — ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান  Logo কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত Logo সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে সাইকেল ও নগদ অর্থ বিতরণ Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষার প্রস্তুতি এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার সিনেটে বক্তব্যে দার বলেন, ‘যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ, আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

তিনি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। আল্লাহ পাক আমাদের যে শক্তি দিয়েছেন, তা শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য।’

ইরানের পরমাণু স্থাপনায় সম্প্রতি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দার একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।’

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।’

তবে দার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও পুরনো ২০১১ সালের নেতানিয়াহুর সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে সচেতন থাকতে হবে।’

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে দার জানান, ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। ইরান এমনকি জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানান তিনি।

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।’

মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। এ ধরনের গুজব শুধু বিভ্রান্তিকরই নয়, বরং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে।’

উল্লেখ্য, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে তেল আভিভ ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান তার অবস্থান স্পষ্ট করে বলছে—আঞ্চলিক শান্তি চায়, তবে হুমকি মোকাবেলায় প্রস্তুতও আছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষার প্রস্তুতি এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার সিনেটে বক্তব্যে দার বলেন, ‘যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ, আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

তিনি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। আল্লাহ পাক আমাদের যে শক্তি দিয়েছেন, তা শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য।’

ইরানের পরমাণু স্থাপনায় সম্প্রতি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দার একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।’

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।’

তবে দার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও পুরনো ২০১১ সালের নেতানিয়াহুর সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে সচেতন থাকতে হবে।’

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে দার জানান, ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। ইরান এমনকি জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানান তিনি।

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।’

মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। এ ধরনের গুজব শুধু বিভ্রান্তিকরই নয়, বরং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে।’

উল্লেখ্য, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে তেল আভিভ ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান তার অবস্থান স্পষ্ট করে বলছে—আঞ্চলিক শান্তি চায়, তবে হুমকি মোকাবেলায় প্রস্তুতও আছে।