স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’
রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’
এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।