বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

ইরানে ইসরায়েলের হামলা, নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’

এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে এলিট রেভল্যুশনারি গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল, এ হামলার টার্গেট ছিল।

ইসরায়েল এ ঘটনার পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানসহ আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

ইরানে ইসরায়েলের হামলা, নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’

এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে এলিট রেভল্যুশনারি গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল, এ হামলার টার্গেট ছিল।

ইসরায়েল এ ঘটনার পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানসহ আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।