শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে! Logo রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক Logo খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ! Logo সামনের দিনে অনেক বিপদ আসবে: মির্জা ফখরুল Logo মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ : তারেক রহমান Logo মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ Logo সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন Logo জাতীয় রাজনীতিতে তারুণ্যের এক উজ্জল নক্ষত্র কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব Logo চাঁদপুরে মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানহা ও তার স্বামী আটক Logo মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্য মূল্যে সহস্রাধিক ক্রেতার পণ্য ক্রয়

ইরানে ইসরায়েলের হামলা, নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’

এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে এলিট রেভল্যুশনারি গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল, এ হামলার টার্গেট ছিল।

ইসরায়েল এ ঘটনার পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানসহ আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে!

ইরানে ইসরায়েলের হামলা, নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
ইরানে চালানো ইসরায়েলের একতরফা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। আমাদের প্রথম অগ্রাধিকার হলো—মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনী সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিকের ওপর হামলা সহ্য করা হবে না।’

এদিকে, বৃহস্পতিবার রাতভর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, বিশেষ করে এলিট রেভল্যুশনারি গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল, এ হামলার টার্গেট ছিল।

ইসরায়েল এ ঘটনার পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানসহ আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।