লাখ লাখ হজযাত্রীর হিটস্ট্রোক রোধে যা করছে সৌদি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩১:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ৪ জুন শুরু হতে যাওয়া এবারের হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিটস্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক ঠেকাতে এবার ৪০টিরও বেশি সরকারি সংস্থা এবং দুই লাখ ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন হজ ব্যবস্থাপনায়। এছাড়া হজ-সংশ্লিষ্ট এলাকা যেমন মক্কা, মদিনা, আরাফাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি কুলিং ইউনিট। তীব্র গরমের সময় যাত্রীরা যাতে কিছু সময় বিশ্রাম নিতে পারেন, সেজন্য বাড়ানো হয়েছে ছায়াযুক্ত এলাকাও, যার পরিমাণ এখন ৫০ হাজার বর্গমিটারেরও বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লাখ লাখ হজযাত্রীর হিটস্ট্রোক রোধে যা করছে সৌদি

আপডেট সময় : ১০:৩১:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ৪ জুন শুরু হতে যাওয়া এবারের হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিটস্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক ঠেকাতে এবার ৪০টিরও বেশি সরকারি সংস্থা এবং দুই লাখ ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন হজ ব্যবস্থাপনায়। এছাড়া হজ-সংশ্লিষ্ট এলাকা যেমন মক্কা, মদিনা, আরাফাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি কুলিং ইউনিট। তীব্র গরমের সময় যাত্রীরা যাতে কিছু সময় বিশ্রাম নিতে পারেন, সেজন্য বাড়ানো হয়েছে ছায়াযুক্ত এলাকাও, যার পরিমাণ এখন ৫০ হাজার বর্গমিটারেরও বেশি।