দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
১৯ মে সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৬ মাইল বাবলু ফার্মের সামনে।
ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ মাইক্রোযাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তারা ট্রেনিং এর উদ্দেশ্যে রংপুরে যাচ্ছিল। বাবলু ফার্মের পৌছালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গামী ঢাকা মেট্রো-ট – ২২-১৫৬৭ ট্রাক ও মাইক্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও এর রানীংকৈল হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা বীরগঞ্জের সন্তান বিকাশ ঘোষ নিহতদের পরিচয় জানায়।
নিহতরা হলেন- মাইক্রো ড্রাইভার আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাব রক্ষণ অফিসের ডিওপো সুপার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাব রক্ষণ অফিসের ওডিটর রানীংকৈল উপজেলার হলদিবাড়ি গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাব রক্ষণ অফিসের ডিওপো জুলফিকার আলী ভুট্টু।
বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোসলিম উদ্দিন জানায়, সকাল ৬ টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে আমরা ঘটনায়স্থলে উপস্থিত হয়ে ২ জনের মৃত দেহ পাই। আহতদের কে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ৪ জনের মৃত্যু নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।