শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

কাল থেকে শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তিযুদ্ধ

উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে।

এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

তিনটি শিফটে ৫ তারিখ ‘এ’ ইউনিট ও ৬ তারিখ ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ তারিখ ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৬ তারিখ আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য রাত ৩টায় এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য সন্ধ্যা ৬.৩০টায় দিনাজপুর রেল স্টেশন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনার জন্য (হাবিপ্রবি) বাস এর ব্যবস্থা রয়েছে। চলমান তাপপ্রবাহসহ যেকোন জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারগণের সমন্বয়ে মেডিকেল টিম থাকবে।আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি’র সমন্বয়ে টিম কাজ করবে।

প্রতিটি একাডেমিক ভবনের সামনে সিটপ্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি’র আওতায় থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

কাল থেকে শুরু হচ্ছে হাবিপ্রবি ভর্তিযুদ্ধ

আপডেট সময় : ০৮:৪১:১০ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে।

এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

তিনটি শিফটে ৫ তারিখ ‘এ’ ইউনিট ও ৬ তারিখ ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ তারিখ ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৬ তারিখ আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য রাত ৩টায় এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস এর ভর্তি পরীক্ষার্থীদের জন্য সন্ধ্যা ৬.৩০টায় দিনাজপুর রেল স্টেশন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনার জন্য (হাবিপ্রবি) বাস এর ব্যবস্থা রয়েছে। চলমান তাপপ্রবাহসহ যেকোন জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারগণের সমন্বয়ে মেডিকেল টিম থাকবে।আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি’র সমন্বয়ে টিম কাজ করবে।

প্রতিটি একাডেমিক ভবনের সামনে সিটপ্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি’র আওতায় থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।