কচুয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বি আর বি ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ রফিকুল ইসলাম রনি বলেছেন, যুব সমাজকে মাদক ও ইভটিজিংয়ের মতো ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। এছাড়াও খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
শুক্রবার (২৫ এপ্রিল) কচুয়া উপজেলার উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিয়মিত খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধুলা মানুষকে শক্ত মনের অধিকারী হতে সাহায্য করে। সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে। সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।
কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার শাহরিয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার বৌদ্ধ, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন দেওয়ান, ইউপি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী, বিএনপি নেতা মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন দেওয়ান, জাহাঙ্গীর মুন্সী, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন মাস্টার, কচুয়া উপজেলা যুবদলের সহ প্রচার সম্পাদক জিয়া দেওয়ান কচি, মতলব দক্ষিণ উপজেলা নায়েরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম বৌদ্ধ সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় নারায়ণপুর ইয়াং স্টারকে হারিয়ে কালিয়াস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য, সবুজ দেওয়ান, জাহিদ সরকার, ইসমাইল মুন্সী, শরীফ প্রধান, ওসমান হাজী, শাওন প্রধান, শামীম সরকার হোসেন বেপারী ও মাহিন দেওয়ান।
ছবির ক্যাপশন: কচুয়া উপজেলার শিবপুর একতা ক্লাবের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বি আর বি ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ রফিকুল ইসলাম রনি।