শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

দূষণবিরোধী অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী দূষণবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় আদায় করা হয়েছে ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা।

আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, অবৈধ সীসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো এবং খোলা নির্মাণ সামগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

অভিযানে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠান থেকে আট ট্রাক পরিমাণ সীসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার ঢাকার গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে পাঁচটি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে আমিনবাজারে একটি অবৈধ সীসা ব্যাটারি গলানোর কারখানা উচ্ছেদ করা হয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। গাজীপুরে একটি জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করা হয়েছে এবং পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জ ও দিনাজপুরে পরিচালিত অভিযানে আটটি মামলায় এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং ছয়টি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

দূষণবিরোধী অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
দেশব্যাপী দূষণবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় আদায় করা হয়েছে ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা।

আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, অবৈধ সীসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো এবং খোলা নির্মাণ সামগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

অভিযানে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠান থেকে আট ট্রাক পরিমাণ সীসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার ঢাকার গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে পাঁচটি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে আমিনবাজারে একটি অবৈধ সীসা ব্যাটারি গলানোর কারখানা উচ্ছেদ করা হয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। গাজীপুরে একটি জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করা হয়েছে এবং পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জ ও দিনাজপুরে পরিচালিত অভিযানে আটটি মামলায় এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং ছয়টি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।