শিরোনাম :
Logo ইবিতে শিক্ষক সংকট চরমে, দ্রুত নিয়োগের সুপারিশ  Logo সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo মায়ের হাতেই সন্তানের সুশিক্ষার ভিত — ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান  Logo কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত Logo সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে সাইকেল ও নগদ অর্থ বিতরণ Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার

দূষণবিরোধী অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে
দেশব্যাপী দূষণবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় আদায় করা হয়েছে ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা।

আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, অবৈধ সীসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো এবং খোলা নির্মাণ সামগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

অভিযানে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠান থেকে আট ট্রাক পরিমাণ সীসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার ঢাকার গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে পাঁচটি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে আমিনবাজারে একটি অবৈধ সীসা ব্যাটারি গলানোর কারখানা উচ্ছেদ করা হয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। গাজীপুরে একটি জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করা হয়েছে এবং পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জ ও দিনাজপুরে পরিচালিত অভিযানে আটটি মামলায় এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং ছয়টি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে শিক্ষক সংকট চরমে, দ্রুত নিয়োগের সুপারিশ 

দূষণবিরোধী অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
দেশব্যাপী দূষণবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় আদায় করা হয়েছে ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা।

আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, অবৈধ সীসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো এবং খোলা নির্মাণ সামগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

অভিযানে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠান থেকে আট ট্রাক পরিমাণ সীসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার ঢাকার গুলশান, মাতুয়াইল, আমিনবাজার, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে পাঁচটি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে আমিনবাজারে একটি অবৈধ সীসা ব্যাটারি গলানোর কারখানা উচ্ছেদ করা হয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। গাজীপুরে একটি জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করা হয়েছে এবং পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জ ও দিনাজপুরে পরিচালিত অভিযানে আটটি মামলায় এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং ছয়টি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।