বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ঈদ উপলক্ষে চাঁদপুরে কঠোর নিরাপত্তায় চাঁদপুর জেলা পুলিশ

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের বাকি আর ৬/৭ দিন। ঈদের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।

ঘরে ফেরা যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নেয়া হয়েছে সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি। এমন নিরাপত্তা থাকবে ঈদের পরে ৭ দিন পর্যন্ত।

সড়ক ও নৌ-পথে যাত্রী হয়রানি রোধ ও যানবাহনে অতিরিক্ত যাত্রী ওঠা বন্ধ, ছিনতাই ও মলম পার্টি দৌরাত্ম্য রোধসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে চাঁদপুরে।

এজন্য পুলিশের ৪ শতাধিক সদস্য জেলার বিভিন্ন মার্কেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল, নৌ-টার্মিনাল ও সড়কে অবস্থান করবে। পাশাপাশি সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নজরদারি করবে, যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে।

এবার ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সবাই। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরে মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। আর এই ছুটি নির্বিঘ্নে কাটাতে চাঁদপুর জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদ-উল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদ-উল-ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু’দিন অফিস খোলা।

ঈদ -উল -ফিতর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। বিশেষ করে জেলা শহর সহ জেলার সবগুলো উপজেলায় নজরদারির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে জেলার গুরত্বপূর্ণ স্থাপনা, অফিস-আদালত, শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাসড়কের অংশে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী নিরাপত্তার ব্যাপারে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল, নৌ-টার্মিনাল ও সড়কে অবস্থান করবে পুলিশের সদস্যরা। রমজানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, একই সাথে ঈদে ঘরে ফেরা মানুষর নিরাপত্তা ও জাল টাকার অপব্যবহার রোধ করতে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধ পরিকর। তিনি জানান চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে মার্কেট ও বিপনিবিতান গুলোতে নিরাপত্তমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নৈশটহলের ব্যবস্থা রাখা হয়েছে।

জেলার সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, ‘রমজানে চাঁদপুরবাসী যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন, কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ ঘাট, জনগুরুত্বপূর্ণ স্থাপনা বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকধারী পুলিশের সাথে নিয়মিত পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম, ভিজিলেন্স টিম, নৌ-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখছে।’ ফলে সর্বসাধারণ শান্তিপূর্ণভাবে এবার ঈদ উদযাপন করতে পারবে বলে তিনি আশাবাদী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ঈদ উপলক্ষে চাঁদপুরে কঠোর নিরাপত্তায় চাঁদপুর জেলা পুলিশ

আপডেট সময় : ০৮:৪৫:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের বাকি আর ৬/৭ দিন। ঈদের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।

ঘরে ফেরা যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নেয়া হয়েছে সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি। এমন নিরাপত্তা থাকবে ঈদের পরে ৭ দিন পর্যন্ত।

সড়ক ও নৌ-পথে যাত্রী হয়রানি রোধ ও যানবাহনে অতিরিক্ত যাত্রী ওঠা বন্ধ, ছিনতাই ও মলম পার্টি দৌরাত্ম্য রোধসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে চাঁদপুরে।

এজন্য পুলিশের ৪ শতাধিক সদস্য জেলার বিভিন্ন মার্কেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল, নৌ-টার্মিনাল ও সড়কে অবস্থান করবে। পাশাপাশি সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নজরদারি করবে, যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে।

এবার ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সবাই। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরে মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। আর এই ছুটি নির্বিঘ্নে কাটাতে চাঁদপুর জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদ-উল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদ-উল-ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু’দিন অফিস খোলা।

ঈদ -উল -ফিতর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। বিশেষ করে জেলা শহর সহ জেলার সবগুলো উপজেলায় নজরদারির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে জেলার গুরত্বপূর্ণ স্থাপনা, অফিস-আদালত, শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাসড়কের অংশে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী নিরাপত্তার ব্যাপারে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল, নৌ-টার্মিনাল ও সড়কে অবস্থান করবে পুলিশের সদস্যরা। রমজানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, একই সাথে ঈদে ঘরে ফেরা মানুষর নিরাপত্তা ও জাল টাকার অপব্যবহার রোধ করতে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধ পরিকর। তিনি জানান চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে মার্কেট ও বিপনিবিতান গুলোতে নিরাপত্তমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নৈশটহলের ব্যবস্থা রাখা হয়েছে।

জেলার সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, ‘রমজানে চাঁদপুরবাসী যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন, কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ ঘাট, জনগুরুত্বপূর্ণ স্থাপনা বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকধারী পুলিশের সাথে নিয়মিত পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম, ভিজিলেন্স টিম, নৌ-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখছে।’ ফলে সর্বসাধারণ শান্তিপূর্ণভাবে এবার ঈদ উদযাপন করতে পারবে বলে তিনি আশাবাদী।