জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল এর নির্দেশনায় আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ও জলসা উপলক্ষে আলোচনা সভা ও দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) চাঁদপুর জেলা জাকের পার্টির আয়োজনে বাবুরহাট মধ্য বাজার হাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী সভাপতিত্বে
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহাবুবুর রহমান।
তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনই ক্ষমতার রাজনীতি করেনি। আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকেই চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি আরও বলেন, কোন আদর্শবিহীন দলের সাথে জোট বেঁধে ক্ষমতার রাজনীতির অংশীদারিত্বে জাকের পাটি বিশ্বাসী নয়। জাকের পার্টি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সততা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী। আর এ লক্ষকে সামনে রেখেই জাকের পার্টি কাজ করছে। এদেশের ধর্মপ্রাণ মানুষ একদিন জাকের পার্টিকেই ক্ষমতার মসনদে বসাবে। জাকের পার্টি শান্তির বার্তা আজ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। সারা দেশে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতায় জাকের পার্টি চমক সৃষ্টি করেছে।
চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি রুবেল সরকার,
চাঁদপুর দক্ষিণ জেলা, জাকের পার্টির সাধারণ সম্পাদক মকবুল আহমেদ মাস্টার, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রতন, আব্দুল কাদের হাজরা, আব্দুল বাতেন মজুমদার, সোহাগ চোধুরী, হাসান মাহমুদ তুহিন, ১৪ নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি মমিন পাটোয়ারী, জাহিদুল ইসলাম হৃদয়, চাঁদপুর জাকের পার্টি ছাত্রফ্রন্টের সহকারী শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খানসহ জাকের পার্টি মূলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
ছবির ক্যাপশন: আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ও জলসা উপলক্ষে চাঁদপুর জেলা জাকের পার্টির আলোচনা সভা ও দাওয়াতি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহাবুবুর রহমান।

































