ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই স্লোগানকে ধারণ করে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও গরীব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারির আয়োজন করেছে
স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন চাঁদপুর।
শুক্রবার (২১ মার্চ) চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ইফতারে প্রায় দুই শতাধিক
পথচারী, ইজিবাইক, রিক্সাচালক দিনমজুর-চালক-পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া, সহকারী কমিশনার (ভূমি)’ মোঃ আল এমরান খাঁন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া,
বিশিষ্ট ব্যবসায়ী ও নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের উপদেষ্টা মোঃ আজমল হোসেন মিরন, মোহাম্মদ কালাম, মোঃ কাউছার হোসেন রায়হান, সভাপতি আল আমিন শেখ, সাধারণ সম্পাদক সৈকত হোসেন আমিন, তানভীর হোসেন সজিব, অন্তর , তারেক, মিতু, মাহি, সামিয়া, বিথি লিমা, নুসরাত, সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন।
ছবির ক্যাপশন: দুই শতাধিক অসহায় ও গরীব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন চাঁদপুর।