হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শস্যবৃত্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে কৃষি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী মোঃ আখিরুজ্জামান সৌরভ ও একই অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান আকাশ মনোনীত হয়েছেন।
১১ই মার্চ (মঙ্গলবার) আহ্বায়ক অমিত হাসান ও সদস্য সচিব সোহেল রানা এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিফাত জেরিন নেহা, আজমেরী আলম লোবা, আফরিনা আক্তার, মোঃ লিটন প্রামানিক, রিজুয়ানুল হক সৌমিক ও নুসরাত জাহান মালা।
যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ রাজ জয়, মেহেরুন্নেসা মিম,লাবণ্য আক্তার, সূরাতুন নেসা,অরুপর্না সরকার নিধি ও সামিয়া জাহান মনোনীত হয়েছেন।
এছাড়া হেড অব ডিজিজ এন্ড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ও হেড অব পেস্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে যথাক্রমে জাকারিয়া হোসেন ও মেহেদী হাসান।
এ সময় নতুন কমিটির সভাপতি আখিরুজ্জামান সৌরভ বলেন,””শস্যবৃত্ত” কৃষি অনুষদের নতুন সংগঠন।২০২৪ এর বন্যাকবলিত এলাকার কৃষকদের চারা,বীজ দেয়ার মাধ্যমে আমাদের কাজের সূচনা হয়। আমাদের এই সংগঠন এর মূল উদ্দেশ্য কৃষি অনুষদ এর শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে কৃষি রিলেটেড কাজ শিখানোর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি কৃষকদের বিভিন্ন সেবা প্রদান করা হবে।।আমি সভাপতি হিসেবে চেষ্টা করবো বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষকদের সহোযোগিতায় বিভিন্ন ট্রেইনিং এর মাধ্যমে আমাদের সদস্যদের দক্ষ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।পাশাপাশি কৃষকদের আপদকালীন সময় এ যাতে তাদের সহযোগিতা করা যায় সে বিষয়েও সোচ্চার থাকব”।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ বলেন,”শস্যবৃত্তের মতো ব্যতিক্রমধর্মী এবং দক্ষতা উন্নয়নমূলক সংগঠনে কাজ করতে পারাটা গৌরবের। এটি কৃষি ও কৃষকের সাথে কৃষিবিদদের সরাসরি সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে কৃষকরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি কৃষি শিক্ষার্থীরাও নিজেদের ব্যবহারিক জ্ঞানকে শানিত করার সুযোগ পাচ্ছে। সৃষ্টি হচ্ছে নতুন নেতৃত্বের, বিকশিত হচ্ছে প্রযুক্তি জ্ঞান, বিস্তৃত হচ্ছে হাবিপ্রবির নেটওয়ার্কিং। সারাদেশে আপদকালীন এবং উত্তরাঞ্চলে নিয়মিত কৃষিসেবা প্রদান এবং কৃষি ও কৃষিবিদদের মানোন্নয়নে কাজ করছে শস্যবৃত্ত। এরূপ মহৎ ও সেবাধর্মী সংগঠনের দায়িত্বশীল স্থানে থেকে পরিচালনা করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আনন্দেরও। আমরা সে দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বদ্ধ পরিকর”।