হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অনন্য ডিগ্রি বিএসসি ইন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত প্রায় আড়াইশো শিক্ষার্থী নিয়ে বর্ণাঢ্য ইফাতার আয়োজিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র (টিএসসি) তে উক্ত ইফতারের আয়োজন করে ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং সোসাইটি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ফুড প্রোসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদ, প্রফেসর ড. শক্তি চন্দ্র মন্ডল, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আনোয়ারা আক্তার খাতুন সহ তিন বিভাগের শিক্ষকবৃন্দ এবং মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এছাড়াও ডিগ্রিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার বলেন, এমন আয়োজনের প্রয়োজন রয়েছে। এতে করে আমাদের ছাত্র শিক্ষকের মাঝের সর্ম্পক আরো গভীর হয়। এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
প্রফেসর ড. মারুফ আহমেদ বলেন, সবাই মিলে একসাথে ইফতার সত্যি আনন্দদায়ক। আগামী দিনে এরকম আয়োজন অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।