চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশে পুলিশ ফোর্সসহ পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর নেতৃত্বে রেইডিং টিম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা রাজিয়া মহোদয় কর্তৃক গঠিত টাস্কফোর্স ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) অভিযানে ১ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট আইনে ১ (এক) মাস কারাদণ্ড প্রদান করেন।
আরেক সফল অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল মুন্সি (২৪), পিতা: মোঃ শাহজান মুন্সি, সাং: উত্তর কাঁচারিয়া, উপজেলা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুরকে ০৭(সাত) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অতপর ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
ছবির ক্যাপশন: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশে
মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার।

























































