চাঁদপুরের কচুয়ায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কচুয়া পৌরসভার সামনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কচুয়া পৌর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন সুুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় স্থানীয় সরকার দিবস র্যালি।