জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি ঘোষণা

0
14

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা
নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বিকাল চারটায় চেম্বার অব কমার্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, এম. জেনারেল ইসলাম, খাজা আবুল হাসনাত, রউফুন নাহার রিনা, শহিদুল ইসলাম রতন, এ্যাড. শামীম রেজা ডালিম, শেখ সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম শিপলু, আবু বক্কর সিদ্দিক আবু, আবু আলা শামসুজ্জামান, আজিজুর রহমান পিন্টু, এমদাদুল হক ডাবু, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম মনি, জাহানারা বেগম, পারুলা ইয়াসমিন প্রমুখ।
সভায় দিনটি যথাযোগ্যভাবে পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির শ্রীমন্ত টাউন হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ সকল দলীয় কার্যালয়গুলোতেও অনুরূপভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হবে। সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।