পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলী আহমেদ সরকার এর নির্দেশে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের ক্লাব রোড এলাকায় তাঁতীদলের নেতাকর্মীদের উপস্থিতিতে শতাধিক নিম্নবিত্ত ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য ও জেলার যুগ্ন আহবায়ক মনির হোসেন প্রধানীয়া, যুগ্ন আহ্বায়ক সোলাইমান প্রধানীয়া, আব্দুর রহমান বেপারী, ৭ নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি হাসান প্রধানীয়া , সহ-সভাপতি জান শরীফ, সাধারণ সম্পাদক মিজান বকাউল, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম মিজি, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মনা, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সেলিম।
উপহার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় দেশের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, তারেই ধারাবাহিকতায় আমাদের ৭ নং ওয়ার্ডের গরীব, দুঃখী ,অসহায় মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমাদের নেতাকর্মীরা শান্তিতে বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগ এই দেশের জনগণের উপরে নিকৃষ্ট শাসন চালিয়েছে, আর তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।”
ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড তাঁতিদলের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।