যমজ সন্তানের বাবা হলেন করণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। সূত্রের খবর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে আন্ধেরির মাসরানি হাসপাতালে এই দুই সন্তানের জন্ম হয়।

গত শুক্রবারই সন্তানদের জন্ম-বৃত্তান্ত নথিভুক্তকরণ হয়েছে। সেখানে বাবার নাম হিসেবে করন জোহরের নামই উল্লেখ করা আছে। কিন্তু সন্তানদের মায়ের সম্পর্কে কোনো তথ্য নেই।

করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের অটোবায়োগ্রাফিতে ‘দ্য আনসুইটেবল বয়’-তেও তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।

করণ লিখেছিলেন, “আমি জানিনা আমি কি করতে যাচ্ছি কিন্তু আমার বাবা হতে ইচ্ছা করছে। আমি জানিনা এটা কি করে হবে, কিন্তু আমি চাই কারণ আমি অনেক ভালোবাসা দিতে চাই”। যদিও নিজের সন্তান হওয়ার খবর নিজে এখনো প্রকাশ করেনিনি করণ জোহর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমজ সন্তানের বাবা হলেন করণ !

আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। সূত্রের খবর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে আন্ধেরির মাসরানি হাসপাতালে এই দুই সন্তানের জন্ম হয়।

গত শুক্রবারই সন্তানদের জন্ম-বৃত্তান্ত নথিভুক্তকরণ হয়েছে। সেখানে বাবার নাম হিসেবে করন জোহরের নামই উল্লেখ করা আছে। কিন্তু সন্তানদের মায়ের সম্পর্কে কোনো তথ্য নেই।

করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের অটোবায়োগ্রাফিতে ‘দ্য আনসুইটেবল বয়’-তেও তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।

করণ লিখেছিলেন, “আমি জানিনা আমি কি করতে যাচ্ছি কিন্তু আমার বাবা হতে ইচ্ছা করছে। আমি জানিনা এটা কি করে হবে, কিন্তু আমি চাই কারণ আমি অনেক ভালোবাসা দিতে চাই”। যদিও নিজের সন্তান হওয়ার খবর নিজে এখনো প্রকাশ করেনিনি করণ জোহর।