নিউজ ডেস্ক:
বহুল আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে প্রধান আসামি নূর হোসেন আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খোকন সাহা। গতকাল সোমবার রায় ঘোষণার পর তিনি বলেন, ‘নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন। ‘
‘ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাবো। ‘- নূর হোসেনের বক্তব্য তুলে ধরেন আইনজীবী খোকন সাহা।
তবে আদালতের এজলাসের বাইরে থেকে প্রিজন ভ্যানে উঠার আগ পর্যন্ত নূর হোসেনকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও নূর হোসেন কোনো কথা বলেননি। মুর্তুজা জামান চার্চিল ও নূর হোসেন একই প্রিজন ভ্যানে ছিলেন।
গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েতে হোসেনের আদালত আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।