শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ফের মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে
৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি কমেনি—চলছে মাঠের ভেতরে ও বাইরে সমান তালে। পর্তুগিজ সুপারস্টার আরও এক বছরের জন্য সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন, ফলে তিনি অন্তত জুন ২০২৬ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

এ চুক্তির ফলে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে রোনালদো আরও এগিয়ে গেলেন। তিনি বিশ্বের ১২ জন ক্রীড়াবিদের একজন, যারা বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার মোট বার্ষিক আয়—বেতন, পুরস্কার এবং বিজ্ঞাপন চুক্তি মিলিয়ে—২৬০ মিলিয়ন ডলার। এই আয়ে তিনি এনবিএ তারকা স্টিফেন কারি (১৫৩.৮ মিলিয়ন ডলার) এবং সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (১৪৭ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেক এগিয়ে।

ফুটবল মাঠে রোনালদোর শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে আয়ের হিসেবে রয়েছেন বেশ পিছিয়ে। মেসির মোট বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। শীর্ষ দশে থাকা অন্যান্য ফুটবলারদের মধ্যে রয়েছেন নেইমার, করিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পে।

এই সপ্তাহে এক আল নাসর কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, রোনালদো এবং ক্লাবের মধ্যে নতুন এক বছরের চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মতি হয়েছে। ‘দুই পক্ষ রোনালদোর চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে,’ বলেন ওই কর্মকর্তা।

গত সপ্তাহে ৪০ বছর পূর্ণ করা রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাবেক এই তারকা আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ফের মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি কমেনি—চলছে মাঠের ভেতরে ও বাইরে সমান তালে। পর্তুগিজ সুপারস্টার আরও এক বছরের জন্য সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন, ফলে তিনি অন্তত জুন ২০২৬ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

এ চুক্তির ফলে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে রোনালদো আরও এগিয়ে গেলেন। তিনি বিশ্বের ১২ জন ক্রীড়াবিদের একজন, যারা বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার মোট বার্ষিক আয়—বেতন, পুরস্কার এবং বিজ্ঞাপন চুক্তি মিলিয়ে—২৬০ মিলিয়ন ডলার। এই আয়ে তিনি এনবিএ তারকা স্টিফেন কারি (১৫৩.৮ মিলিয়ন ডলার) এবং সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (১৪৭ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেক এগিয়ে।

ফুটবল মাঠে রোনালদোর শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে আয়ের হিসেবে রয়েছেন বেশ পিছিয়ে। মেসির মোট বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। শীর্ষ দশে থাকা অন্যান্য ফুটবলারদের মধ্যে রয়েছেন নেইমার, করিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পে।

এই সপ্তাহে এক আল নাসর কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, রোনালদো এবং ক্লাবের মধ্যে নতুন এক বছরের চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মতি হয়েছে। ‘দুই পক্ষ রোনালদোর চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে,’ বলেন ওই কর্মকর্তা।

গত সপ্তাহে ৪০ বছর পূর্ণ করা রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাবেক এই তারকা আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন।