শিরোনাম :
Logo জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল Logo তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ Logo আফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Logo ইসরাইলি হামলায় ১৫ জন নিহত: সিভিল ডিফেন্স Logo ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা Logo মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার Logo নিউজের জন্য কমেন্ট নিতে গেলে বলেন ‘লিখিত দাও’, ফোন দিলে ধরেন পিএস,’জবি রেজিস্ট্রার’ Logo কচুয়ায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রদের করুন মৃত্যু Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল

দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, আমরা আপনাদের উদ্ধার করব। তবে ধাপে ধাপে এটি করা হবে। এখনই সম্ভব নয়। আমরা রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছি। এ বছরের মধ্যেই কিছু সমাধান পাবেন, হয় নগদ টাকা, নয়তো বন্ড।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সিরড্যাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে এক অংশগ্রহণকারী দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থ সংরক্ষণ নিয়ে প্রশ্ন করলে গভর্নর বলেন, ১০ বছর আগেই আমি বলেছিলাম এস আলম গ্রুপের ব্যাংকে টাকা না রাখতে। কিন্তু অতিরিক্ত দুই শতাংশ সুদের লোভে অনেকেই টাকা রেখেছেন। এখন এর ফল ভুগতে হচ্ছে।

এমআরএ এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ খাতে ৩ লাখ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি। এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২ লাখ ৬১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে এবং গ্রাহকদের কাছ থেকে ৬৮ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের অধীনে ২৬ হাজারের বেশি শাখা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, আমরা আপনাদের উদ্ধার করব। তবে ধাপে ধাপে এটি করা হবে। এখনই সম্ভব নয়। আমরা রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছি। এ বছরের মধ্যেই কিছু সমাধান পাবেন, হয় নগদ টাকা, নয়তো বন্ড।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সিরড্যাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে এক অংশগ্রহণকারী দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থ সংরক্ষণ নিয়ে প্রশ্ন করলে গভর্নর বলেন, ১০ বছর আগেই আমি বলেছিলাম এস আলম গ্রুপের ব্যাংকে টাকা না রাখতে। কিন্তু অতিরিক্ত দুই শতাংশ সুদের লোভে অনেকেই টাকা রেখেছেন। এখন এর ফল ভুগতে হচ্ছে।

এমআরএ এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ খাতে ৩ লাখ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি। এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২ লাখ ৬১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে এবং গ্রাহকদের কাছ থেকে ৬৮ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের অধীনে ২৬ হাজারের বেশি শাখা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।