টিকে থাকার লড়াইয়ে চট্টগ্রাম কিংসের দেওয়া ১৪৯ রানের সংগ্রহে ব্যাট করতে হবে ঢাকা ক্যাপিটালসকে। ৯ ম্যাচে জয় মাত্র ২টিতে। হাতে আছে আরও ৩ ম্যাচ। বিপিএলে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারতে পারবে না ঢাকা ক্যাপিটালস। জিতলেও মেলাতে হবে যদি-কিন্তুর নানান সমীকরণ।
আজ বুধবার (২২ জানুয়ারি) মাঠে নেমেছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা। বিপিএলে আজ চট্টগ্রাম কিংসের দেওয়া ২০ ওভারে ১৪৯ রানের লক্ষে ব্যাট করতে হবে ঢাকাকে। ৮ ম্যাচের ৫টিতে জিতেছে চট্টগ্রাম। টেবিলেও তারা ভালো অবস্থানে, দ্বিতীয় স্থানে।
চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম। যে কারণে আজ পেরেরার দলের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।
জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী।