কচুয়ায় সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩১:০১ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

ছবি-: কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের শ্রেনি কক্ষ পরিদর্শন করছেন বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাহ উদ্দিন

মো: মাসুদ রানা,কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যায়ের সভাপতি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন।

প্রথমে তিনি শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহন ও পরে এ্যাসেম্বলীতে অংশগ্রহন করে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে  প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাহ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সার্বিক বিষয়ে আলোচনা করা। একই তিনি ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনি কক্ষ,বিদ্যালয়ের  বিজ্ঞানাগার এবং পাঠাগার পরিদর্শন করেন।

এসময় বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান উন্নত করতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। তিনি আরো বলেন, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় থাকা খুবই প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের জন্য শিক্ষককে অত্যন্ত আন্তরিক হতে হবে। একটি বিদ্যালয়ের শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। তাই সকলকে আন্তরিকতার সহিত পাশে থাকার জন্য আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মো. গোলাম সাদেক, শিক্ষক প্রতিনিধি মো. মোরসালিন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন,মো. শাহ আলম,মো: মোস্তফা কামাল,আব্দুল কাদের জিলানী,আজমিরি সুলতানা,শিউলী আক্তার,প্রাক্তন শিক্ষক আলাউদ্দিন খান সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৩১:০১ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

মো: মাসুদ রানা,কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যায়ের সভাপতি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন।

প্রথমে তিনি শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহন ও পরে এ্যাসেম্বলীতে অংশগ্রহন করে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে  প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাহ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সার্বিক বিষয়ে আলোচনা করা। একই তিনি ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনি কক্ষ,বিদ্যালয়ের  বিজ্ঞানাগার এবং পাঠাগার পরিদর্শন করেন।

এসময় বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান উন্নত করতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। তিনি আরো বলেন, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় থাকা খুবই প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের জন্য শিক্ষককে অত্যন্ত আন্তরিক হতে হবে। একটি বিদ্যালয়ের শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। তাই সকলকে আন্তরিকতার সহিত পাশে থাকার জন্য আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মো. গোলাম সাদেক, শিক্ষক প্রতিনিধি মো. মোরসালিন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন,মো. শাহ আলম,মো: মোস্তফা কামাল,আব্দুল কাদের জিলানী,আজমিরি সুলতানা,শিউলী আক্তার,প্রাক্তন শিক্ষক আলাউদ্দিন খান সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।