এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই বাজে সময় কেটেছে ম্যানচেস্টার সিটির। বর্তমান চ্যাম্পিয়নদের হাতছাড়া হতে যাচ্ছে লিগ শিরোপা।এমন দুর্দিনেও ক্লাবটির নিজ ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওর শেষে গিয়ে আর্লিং হলান্ড যা বলেন তা সিটির সমর্থকদের জন্য আনন্দের, কিন্তু প্রতিপক্ষ দলগুলোর ডিফেন্ডারদের জন্য যন্ত্রণার।
নতুন চুক্তিপত্রে সই করেই হলান্ড বলেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।’ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ২০৩৪ সালের জুন পর্যন্ত থাকছেন।
২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে আসেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এরপর ক্লাবটির জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। আগের চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল তার। তবে এখন চুক্তির মেয়াদ বৃদ্ধি পেল আরও ৭ বছর। অর্থাৎ অন্য কোনো কারণে চুক্তি বাতিল না হলে ৩৪ বছর বয়সেও সিটির জার্সিতেই খেলতে দেখা যাবে তাকে।
চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় হলান্ড বলেন, ‘নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত এবং এই বিখ্যাত ক্লাবে আরও বেশি সময় দিতে আমি মুখিয়ে আছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, যেখানে অনেক অসাধারণ সব মানুষ, সমর্থক আছে এবং এমন পরিবেশ প্রত্যেকের সেরাটা বের করতে আনতে সহায়ক। ‘