কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের বিক্ষোভ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বড় বাজার চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার বেলা ১০ টা ১১ টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন গড়ে তোলে। এ সময় বড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির স্বীকার হয় অসংখ্য মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক, মাহাবুবুর রহমান রিংকু, চান্নু মিয়া, হাজী সেলিম প্রমুখ। বক্তারা বলেন আগামী ১৫ দিনের মধ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসানের অপসারণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিযারি উচ্চারণ করেন।

প্রসংগত গত ০৬ জানুয়ারি যশোর কাষ্টমস প্রিভেনটিভ টিম চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায়। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে কাস্টমস টিম বঙ্গ পিভিসির মালিক সেলিম হোসেনকে শারিরীক-মানসিকভাবে লাঞ্ছিত করে মোটা অংকের ঘুষ দাবি করে। মূল্যবান কাগজপত্র তছনছ করে। ঘটনার পরদিন ফ্যাক্টরির মালিক প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায় না ফ্যাক্টরির শতাধিক শ্রমিক – কর্মচারী ৯ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন শেষে শহরের বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাকিব আল হাসান:

কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বড় বাজার চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার বেলা ১০ টা ১১ টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন গড়ে তোলে। এ সময় বড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির স্বীকার হয় অসংখ্য মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক, মাহাবুবুর রহমান রিংকু, চান্নু মিয়া, হাজী সেলিম প্রমুখ। বক্তারা বলেন আগামী ১৫ দিনের মধ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসানের অপসারণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিযারি উচ্চারণ করেন।

প্রসংগত গত ০৬ জানুয়ারি যশোর কাষ্টমস প্রিভেনটিভ টিম চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায়। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে কাস্টমস টিম বঙ্গ পিভিসির মালিক সেলিম হোসেনকে শারিরীক-মানসিকভাবে লাঞ্ছিত করে মোটা অংকের ঘুষ দাবি করে। মূল্যবান কাগজপত্র তছনছ করে। ঘটনার পরদিন ফ্যাক্টরির মালিক প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায় না ফ্যাক্টরির শতাধিক শ্রমিক – কর্মচারী ৯ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন শেষে শহরের বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।