শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ, আটক ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

বিক্ষোভের দায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জরুরি সংবাদ সম্মেলন চলাকালে বাইরে বিক্ষোভের দায়ে পুলিশ তাদের আটক করে বলে জানা যায়।

আটককৃত দুইজন হলেন হল- মহিউদ্দিন (৩৪) ও রাসেল হৃদয় (৪২)।

এর আগে, একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা।

প্রতিবাদ সভায় বহিরাগতরা হামলা চালায়। হামলায় কয়েকজন নাট্যকর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে শনিবার জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল সেই সময় শিল্পকলা বাইরে কিছু লোক বিক্ষোভ করে। এসময় পুলিশ দুইজনকে আটক করে।

পুলিশ জানায়, শিল্পকলার ভেতরে যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন চলছিল সেই সময় গেটের বাই কিছু যুবক অবস্থান নেয়। এ সময় তারা বিশৃঙ্খলার চেষ্টা করলে শিল্পকলার গেট থেকে মহিউদ্দিন ও রাসেল নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ট্যাগস :

শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ, আটক ২

আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বিক্ষোভের দায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জরুরি সংবাদ সম্মেলন চলাকালে বাইরে বিক্ষোভের দায়ে পুলিশ তাদের আটক করে বলে জানা যায়।

আটককৃত দুইজন হলেন হল- মহিউদ্দিন (৩৪) ও রাসেল হৃদয় (৪২)।

এর আগে, একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা।

প্রতিবাদ সভায় বহিরাগতরা হামলা চালায়। হামলায় কয়েকজন নাট্যকর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে শনিবার জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল সেই সময় শিল্পকলা বাইরে কিছু লোক বিক্ষোভ করে। এসময় পুলিশ দুইজনকে আটক করে।

পুলিশ জানায়, শিল্পকলার ভেতরে যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন চলছিল সেই সময় গেটের বাই কিছু যুবক অবস্থান নেয়। এ সময় তারা বিশৃঙ্খলার চেষ্টা করলে শিল্পকলার গেট থেকে মহিউদ্দিন ও রাসেল নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।